সরাইলের পরমানন্দপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২২জনকে আসামী করে পুলিশের মামলা, আসমত নামে এক সর্দার গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ , ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে ২২জনকে আসামী করে পুলিশ বাদী মামলা করা হয়েছে। সরাইল থানার এস আই মোঃ সহিদ মিয়া বাদী হয়ে সোমবার( ৯ডিসেম্বর) রাতে এ মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামী পরমানন্দপুর গ্রামের নুর আলী গোষ্ঠীর সর্দার আসমত মিয়াকে আজ মঙ্গলবার(১০ডিসেম্বর) বিকালে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। সাধারণ মানুষকে আসামী না করে দাঙ্গাবাজ লোকদের চিহ্নিত করে পুলিশের এ মামলায় সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে। উল্লেখ্য গত ৩ডিসেম্বর স্থানীয় জামে মসজিদ ফান্ডের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে পরমানন্দপুর গ্রামের নুর আলী গোষ্ঠী ও একই গ্রামের খাঁ গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষের জের ধরে গত ৭ডিসেম্বর ফের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ২২জনকে আসামী করে মামলা দায়ের করেন । এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটোর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, কোনো সাধারন মানুষকে আসামী না করে দাঙ্গাবাজ মাতবরদের নামে গত রাতে মামলা করা হয়েছে। এ মামলায় আসমত নামের এক মাতবরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেছেন তিনি। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪৫তম কোরআন তাফসির মাহফিলের আখেরী মোনাজাতের পূর্বে দাঙ্গা হলেই এলাকায় দাঙ্গাবাজ সর্দারদের নামে মামলা করার ঘোষনার পরদিনই পরমানন্দপুর গ্রামের সংঘর্ষে পুলিশের মামলা ও গ্রেফতারের ঘটনায় সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটোকে সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন