সরাইলের নুর আলম খান ঢাকার গাজীপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা পশ্চিমপাড়া বন্দের বাড়ির আব্দুল খান এর পুত্র নুর আলম খান(৪০) ঢাকার গাজীপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)। মঙ্গলবার বিকালে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার গাজীপুর গাজী ট্যাংক কোম্পানিতে চাকরী করতেন নুর আলম খান। মঙ্গলবার বিকালে কর্মস্থুল থেকে অটো রিক্সাযোগে বাসায় ফেরার পথে গাজীপুর চৌরাস্তার মোড়ে পৌঁছলে একটি ট্রাক তাদের বহনকারী অটোরিক্সাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে নুর আলম খানসহ অটোরিক্সার অপর ৩ যাত্রী নিহত হয়। গাজীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে দুর্ঘটনার খবরে নিহতের স্বজনরা দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে লাশ বাড়িতে আনার প্রক্রিয়া করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ শিশুপুত্র, অসংখ্য আত্বীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সড়ক দুর্ঘটনায় নুর আলম খান এর মৃত্যুর খবর নিজ বাড়িতে পৌঁছলে পরিবার, নিকটাত্বীয় ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রিয় সন্তানকে হারিয়ে তার বৃদ্ধ মা ও স্বামীকে হারিয়ে এতিম ৩ শিশু পুত্রকে বুকে জড়িয়ে স্ত্রীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
আপনার মন্তব্য লিখুন