সরাইলের কৃতি সন্তান শামীমুল হকের সন্তানদ্বয়ের মেধাবৃত্তি লাভ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের কৃতি সন্তান, দৈনিক মানবজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক শামীমুল হকের সন্তান সায়হানুল হক ও মেয়ে সাকুরা নাহার সেঁজুতি ডিএসইসি মেধাবৃত্তি পেয়েছে। বৃহস্পতিবার(১৩সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব এডিটর কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, বই ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।এ মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ডিএসইসির সভাপতি কে এম শহীদুল হকের সভাপত্বিতে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাহাদাৎ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ও বাংলা ব্যাকরণ বিশেষজ্ঞ ড. আমিনুর রহমান সুলতান। ডিএসইসি সদস্যদের কৃতী সন্তানদের মধ্যে প্রতিবছর মেধাবৃত্তি দেয়া হয়।
আপনার মন্তব্য লিখুন