সরাইলের কৃতি সন্তান ব্যারিস্টার শাহ আলী ফরহাদ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ, বিভিন্ন মহলের অভিনন্দন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি এর পুত্র ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। বুধবার (২৩ জানুয়ারি) তিনি এ নিয়োগ পেয়েছেন। এ ব্যপারে ব্যরিস্টার শাহ আলী ফরহাদ প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আমাকে এই সম্মানজনক দায়িত্ব দেয়ার জন্য। দায়িত্বটি বড়। সততা ও পরিশ্রমের মাধ্যমে নেত্রীর এই আস্থার প্রতিদান দিতে সবার দোয়া ও সহায়তা কামনা করছি।’ জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। ফেরদৌস আহমেদ খান সচিব এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উপসচিব পদ মর্যাদা পাবেন। এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়। উল্লেখ্য, আইনজীবী শাহ আলী ফরহাদ আইন বিষয়ক শিক্ষকতা, রাজনীতি ও আন্তর্জাতিক আইন নিয়ে গবেষণার সঙ্গে দীর্ঘসময় ধরে যুক্ত। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তিনি এলএলবি (অনার্স) করেছেন। মানবাধিকার বিষয়ে বিশেষ ডিস্টিংকশনে পূর্ণ স্কলারশিপ পেয়ে ইউনিভার্সিটি অব হংকং থেকে এলএলএম ডিগ্রি সম্পন্ন করেছেন ফরহাদ। বর্তমানে তিনি আওয়ামী লীগের গবেষণা শাখা ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’(সিআরআই)র জ্যেষ্ঠ বিশ্লেষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটিতে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সরাইলের কৃতি সন্তান ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে নিয়োগ করায় সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে অভিনন্দন জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন