সরাইলের কৃতি সন্তান ডাঃ জিসান আল হাসনাঈন আর্মির ক্যাপ্টেন হিসেবে যোগদান করেছেন, সকলের দোয়া কামনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ , ২০ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন ও একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দা ফারজানা খানম দম্পতির দ্বিতীয় পুত্র ডাঃ জিসান আল হাসনাঈন বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে যোগদান করেছেন। ক্যাপ্টেন ডাঃ জিসান আল হাসনাঈন শহীদ বুদ্ধিজীবি সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার নাতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবি সৈয়দ তানভীর হোসেন কাউছার এর ছোট বোনের পুত্র। ক্যাপ্টেন ডাঃ জিসান আল হাসনাঈন কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সরাইল উপজেলায় মেধা বৃত্তিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উপজেলায় প্রথম হোন। এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে ঢাকা বিএএফ শাহীন কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি উত্তীর্ণ হোন। পরবর্তীতে সরকারিভাবে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চান্স পেয়ে তিনি ফরিদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে সেখানে পড়ালেখা করে কৃতিত্বের সহিত এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে কয়েকধাপে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৫মাসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে যোগদান করেছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিৎ করেছেন। উল্লেখ্য ক্যাপ্টেন ডাঃ জিসান আল হাসনাঈন এর বড় ভাই ডাঃ জোহেব আল হাসনাঈন বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএসসহ উচ্চতর ডিগ্রী অর্জন করে একই কলেজে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন। এছাড়া তার একমাত্র বোন জারিন জার্নাজ স্নিগদ্ধা এমবিবিএস কোর্সে অধ্যয়নরত রয়েছেন। এ ব্যাপারে ক্যাপ্টেন ডাঃ জিসান আল হাসনঈন এর গর্বিত পিতা আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার ও তাঁর মাতা সৈয়দা ফারজানা খানম তাদের সন্তানদের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন