২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , ২৯ মে ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান। ইতিপূর্বেও তিনি আরও একবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদে সফলভাবে ৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের এই কৃতি সন্তান ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে নানা চড়াই-উৎরাই পার করে আজকের অবস্থানে এসে পৌছেঁছেন। একদিকে রাজনীতিবিদ অন্যদিকে একজন দক্ষ শালিসকারক হিসেবে রয়েছে তারঁ বেশ সুনাম। সম্পূর্ণ সামাজিক ভাবমূর্তি নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডসহ বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লার মানুষের সাথে রয়েছে তাঁর আত্বিক বন্ধন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দিন। বর্তমানেও তিনি আওয়ামী লীগ দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তৃণমূল আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটে বিগত উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তিনি সর্বাধিক ভোটে নির্বাচিত হলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী এখানে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শাফিকে মনোনীত করায় দলীয় মনোনয়ন বঞ্চিত হোন তিনি। তৃনমূলের নেতা-কর্মীদের উৎসাহ উদ্দীপনায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করে দ্বিতীয়বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জণগনের ভালবাসার প্রতীক আলহান্ব রফিক উদ্দিন ঠাকুর জন প্রতিনিধি হিসেবে জনসেবার পাশাপাশি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হিসেবে এলাকার শিক্ষা বিস্তারে রেখে চলেছেন অনবদ্য অবদান। এদিকে আব্দুল জব্বার। সরাইল সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৩বারের চেয়ারম্যান। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের এই কৃতি সন্তান জনপ্রতিনিধির পাশাপাশি আওয়ামী রাজনৈতিক দলের একজন ত্যাগী নেতা। তৃনমূল থেকে বেড়ে উঠা ও ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করে দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও আওয়ামী লীগ দলীয় রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন। সরাইল সদর ইউনিয়ন পরিষদে প্রায় ১৫-২০বছর ধরে টানা চেয়ারম্যান থাকার একক কৃতিত্বের অধিকারী তিনি। দীর্ঘ রাজনৈতিক সামাজিক ক্যারিয়ারে সদর ইউনিয়নের সবচেয়ে প্রিয় মুখ হিসেবে বিভিন্ন ওয়ার্ড, পাড়া, মহল্লায় তিনি বেশ জন প্রিয়। বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের মধ্যে রয়েছে দীর্ঘ রাজনৈতিক জীবনে সম্প্রতির বন্ধন। একই দলের দুই রাজনীতিবিদ ও স্বনামধন্য দুই জনপ্রতিনিধির এই সম্প্রীতির বন্ধনে খুশি এলাকার সাধারণ জনগন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন