১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সফল অস্ত্রপাচার শেষে বাড়ি ফিরলেন সাংবাদিক আরিফুল ইসলাম সুমন, সকলের দোয়া কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ , ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ঢাকায় সফল অস্ত্রপাচার শেষে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় নিজ বাড়িতে ফিরেছেন সাংবাদিক আরিফুল ইসলাম সুমন। ঢাকা উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি মঙ্গলবার দিবাগত রাতে বাড়িতে ফিরেছেন।
পেটের পীড়া নিয়ে অসুস্থ্ হয়ে ডাক্তারের শরনাপন্ন হলে পরীক্ষা নীরিক্ষা শেষে তিনি জানতে পারেন তারঁ পেটে টিউমার।
পরে নিজ আত্নীয় স্বজনদের সার্বিক তত্বাবধানে তিনি ভর্তি হন উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভর্তি হওয়ার পর থেকেই এ হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডা. ডিএম মহিদুজ্জামান টনির তত্বাবধানে লেভেল-৬ এর ৬০২ নাম্বার কেবিনে নিবীড় পর্যোবেক্ষনে থাকতে হয় তাকে বেশ কয়েক দিন। স্বাস্থ্য পরীক্ষা-নিরিক্ষা শেষে বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সকালে সফল অস্ত্রপাচার করা হয়। অপারেশনের পর চিকিৎসকের ত্তত্বাবধানে ৪দিন থাকার পর মঙ্গলবার দিবাগত রাতে তিনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। এতে প্রথমে মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সেই সাথে সাংবাদিক আরিফুল ইসলাম সুমন এর অসুস্থ অবস্থায় আত্বীয়-স্বজন ও শুভাকাংখী যারা হাসপাতালে গিয়ে তাকেঁ দেখেছেন, নানা ভাবে খোজঁ-খবর নিয়েছেন ও বাড়িতে ফিরে আসার পর বাড়িতে দেখতে গিয়েছেন, সময় ও সুযোগে যারা সরাসরি দেখা করতে না পেরেও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে দোয়া ও সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই সাথে পুরোপুরি সুস্থ হয়ে নিজ কর্মের মাধ্যমে সকলের মাঝে যেন আবারও কর্মচঞ্চল হয়ে উঠতে পারেন সেই জন্য সকলের দোয়া কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন