১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরোদ্ধে আলেম-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে: আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

sarail pic-1sarail pic-2
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী। জীবনযাত্রার মান উন্নত হলেও নৈতিকভাবে আমরা মেরুদন্ডহীন হয়ে পড়ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ ছড়িয়ে ইসলামের নামে একদল রক্তপিপাসু ইসলাম ও মানবতাকে হত্যা করে রক্তের হোলিখেলায় লিপ্ত। অথচ জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এরা নি:সন্দেহে ইসলাম ও মানবতার দুশমন। মাদকের করাল গ্রাস কেড়ে নিচ্ছে যুব-সমাজের মেধা। একটি প্রজন্মকে নেশাগ্রস্থ করে শুরু হয়েছে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র। এছাড়া দুর্নীতির কারনে শোষণ ও জুলুমে নিস্পেষিত হচ্ছে জনগণ। দুর্নীতির সর্বব্যাপীতায় দেশ, জাতি আজ ক্ষতবিক্ষত। দুর্নীতির হারাম অর্থে ছেয়ে গেছে সর্বত্র। মানুষ আজ দিশেহারা। সবখানে জঙ্গিবাদ, দুর্নীতি, মাদকসহ সর্বক্ষেত্রে ক্ষতির শিকার হচ্ছে মানুষ। একজন সচেতন নাগরিক ও মুসলমান হিসেবে আজ আমাদের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াঁনোর সময় এসেছে। আলেম-জনতাকে এসব বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান খতিব শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সোমবার(৮অক্টোবর) দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এক পথসভায় এ কথা বলেন। যশোর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথযাত্রায় তিনি সরাইল বিশ্বরোডে যাত্রা বিরতি করে পথসভা শেষে দুপুর ২টা ৪০মিনিটে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় সফর সঙ্গী হিসেবে ৫৩টি গাড়ীতে প্রায় ১হাজার লোক রয়েছে বলে বক্তব্যে তিনি জানান। এ সময় সিনিয়র এএসপি(সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন ও সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হোসেন সরকার এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন