সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ , ১২ আগস্ট ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
দেশের উদ্ভূত পরিস্থিতিতে টানা কয়েকদিন পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর সহযোগিতায় কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে হাইওয়ে পুলিশকে। মহাসড়কে পুলিশের উপস্থিতিতে জনসাধারন ও যানবাহন চালকেরা স্বস্তি প্রকাশ করেছেন। এদিকে দীর্ঘদিন পরে সড়কে পুলিশের দায়িত্বে ফিরতে পেরে আনন্দিত তারা।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আর্শীষ কুমার সান্যাল বলেন, আজ থেকে আবারও হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবেন এবং তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পুলিশকে সহযোগিতা করার জন্য ছাত্র জনতা ও সর্বস্তরের জনগণকে আহবান জানান ওসি।
উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আপনার মন্তব্য লিখুন