‘সকল জুলুমেরই শেষ আছে, আওয়ামী লীগের জুলুমের জবাব দিয়েছে দেশের মানুষ’ : রুমিন ফারহানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
‘সকল জুলুমেরই শেষ আছে, আওয়ামী লীগের জুলুমের জবাব দিয়েছে দেশের মানুষ’ : রুমিন ফারহানা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘সকল জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল, যতদিন তারা বেঁচে থাকবে ততদিন ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে।’
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘মানুষের সমর্থন-ভালোবাসা যদি থাকে তাহলেই নেতা হওয়া যায়, রাজনীতি করা যায়। পদ অনেকভাবেই আসে। কিন্তু নেতা তৈরী হয় মানুষের ভালোবাসায়। মানুষ যাকে নেতা মানে সেই নেতা হয়।’
উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘সরাইলের নয়টি ইউনিয়নের মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, আমি ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকব, আপনাদের এই ভালোবাসার ঋণ আমি পরিশোধ করব। ইনশাল্লাহ।’
তিনি আরো বলেন, ‘আশুগঞ্জে গ্যাস সংযোগের ব্যবস্থা করেছি। সরাইলের মা-বোনেরা যেন শান্তিতে রান্না করতে পারে সেজন্য যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেখানে গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করছি।’
বিএনপির সাবেক এই এমপি বলেন, ‘সাড়ে তিন বছরের জন্য আমি সংরক্ষিত মহিলা আসনের এমপি হয়েছিলাম। সংসদে তিন শ’ এমপির সামনে আমি একাই লড়েছি। একজন এমপির বরাদ্দ যা থাকে তার বিশ ভাগের একভাগ সংরক্ষিত মহিলা এমপির থাকে। আমার বরাদ্দের সবটুকু সরাইল ও আশুগঞ্জের মানুষের জন্য ব্যয় করেছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি আবার এমপি হতে পারলে সরাইল ও আশুগঞ্জের প্রতিটি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করব। ইনশাল্লাহ।’
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
সরাইলের বিভিন্ন ইউনিয়ন থেকে বর্ণাঢ্য সাজে-সজ্জিত হয়ে বাধ্যযন্ত্রের তালে নেচে বিশাল এই সমাবেশে উপস্থিত ছিলেন হাজারো মানুষ।
আপনার মন্তব্য লিখুন