৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার পেলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ , ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

sarail pic-2-16-07-2019 SARAIL PIC-3-M A Karim
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার পেয়েছেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(গণিত), নয়া দিগন্তের সরাইল সংবাদদাতা ও সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক এম এ করিম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে তিনি সরাইল উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার(১৬জুলাই) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অতিথিবৃন্দ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তার হাতে তুলে দেন। এ সময় মাদ্রাসা ও কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ট শিক্ষক ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে ইউআইটিআরসিই প্রশিক্ষন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ এবং সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আবু হানিফ, মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল মহিলা কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ আইয়ুব খান, সরাইল কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোঃ মাহবুব খান বাবুল, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীবৃন্দ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান ও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মো: হাশেম খান ও আব্দুল হাফিজ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন