১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবিতে সরাইলে শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ , ১১ মার্চ ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

sarail pic-2sarail pic-3sarail pic-4
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১১র্মাচ) সকাল ১১টায় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত ও সরাইল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: ফরিদ আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সাহেদুল ইসলাম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আনোয়ার হোসেন মাস্টার। অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী ও সিনিয়র শিক্ষক শ্রীমন্ত চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে কোরআন তেলায়াত করেন চুন্টা এসি একাডেমীর সহকারী গ্রন্থাগার মাওলানা আল মাসুদ, গীতা পাঠ করেন শিক্ষক শ্রী মন্ত চক্রবর্তী। সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির প্রচার সম্পাদক সতেন্দ্র চৌধুরী, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম মানিক, চুন্টা এ সি একাডেমির প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান নান্নু, পানিশ^র সামসুল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুনুর রশিদ, আখিঁতারা আলহাজ¦ নুরুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, নোয়াগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: অহিদ হোসেন, জয়ধরকান্দি আলীমুদ্দিন নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আক্কাছ মিয়া প্রমুখ। সমাবেশে বক্তাগণ সকল প্রকার বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য সরকারের নিকট দাবি জানান এবং এ লক্ষ্যে আগামী ১৪র্মাচ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে সকলে ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন