শাহজাদাপুরে উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার কলার ছড়ি প্রতীকের সমর্থণে গণ সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
শাহজাদাপুরে উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার কলার ছড়ি প্রতীকের সমর্থণে গণ সমাবেশ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচনে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, সাবেক ৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার সমর্থনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) বিকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর বাজারে উক্ত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার।
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত উক্ত গণ সমাবেশে কলার ছড়ি প্রতীকের সমর্থণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ আগামী ১ ফেব্রুয়ারীর উপনির্বাচনে কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, সাবেক ৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে বিপুল ভোটের ব্যবধানে ষষ্ঠ বারের মত এমপি হিসেবে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন