শহীদ বুদ্ধিজীবী বকুল মিয়ার স্মরণে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
শহীদ বুদ্ধিজীবী বকুল মিয়ার স্মরণে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মনবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার স্মরণে দোয়া ও সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
সরাইল উপজেলা সদরের আলীনগর গ্রামের কবরস্থানে শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দোয়া করা হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সাবেক সভাপতি বদর উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সদস্য মোঃ মুরাদ খান ও সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সহ শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার পরিবারের লোকজন ও এলাকা বাসী এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সরাইল উপজেলার একমাত্র বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়া ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নিহত হোন। শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার নামে ইতিপূর্বে রাষ্ট্রীয় ডাক টিকেট বের হয়েছে।
বিগত ৩ বছর ধরে শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার স্মরণে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া করাসহ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন