শফিউল বারী বাবুর মৃত্যুতে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত ও বিশ্বস্থ নেতাকে অকালেই হারিয়েছে দল। দলের দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে রাজপথে লড়াই সংগ্রাম করে গেছেন তিনি। দলের জন্য নিবেদিত সময়ের সাহসী ও রাজপথ কাঁপানো এই তরুন নেতার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্বার চির শান্তি কামনা করেছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন