শপথ নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ , ২৮ মে ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
শপথ নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
শপথ গ্রহন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শের আলম মিয়া, ভাইস চেয়ারম্যান মো. হানিফ আহমেদ সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম। মঙ্গলবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শের আলম মিয়া, ভাইস চেয়ারম্যান পদে ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. হানিফ আহমেদ সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. রোকেয়া বেগম।
আপনার মন্তব্য লিখুন