শপথ নিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ , ৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
শপথ নিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারী) মহান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শপথ পাঠ করান।
নির্বাচিত এমপি হিসেবে ষষ্ঠবারের মত শপথ নেওয়া উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি এর আগে ৫ বার এমপি ও ১ বার মন্ত্রী ছিলেন। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ আর অসমাপ্ত কাজ সমাধানের জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে বিএনপি দলীয় রাজনীতি শুরু করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ৪ বার এমপি নির্বাচিত হোন ও একবার মন্ত্রী ছিলেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে চট্রগ্রাম বিভাগের মধ্যে তিনি একমাত্র এমপি হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘ প্রায় ৪ বছর এমপি হিসেবে দায়িত্ব পালনের পর বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে এই আসনে উপনির্বাচনের তফছিল ঘোষনা হলে তিনি বিএনপি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করলে বিএনপি দল থেকে তাঁকে বহিঃস্কার করা হয়। গত ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ৪৪ হাজার ৯শত ১৬ ভোট পেয়ে ষষ্ঠবারের মত এমপি নির্বাচিত হয়েছেন।
আপনার মন্তব্য লিখুন