রোহিঙ্গা মুসলিম নির্যাতণ ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তাল বিক্ষোভ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
মায়ানমারের আরাকানে নিরীহ নিরস্ত্র রোহিঙ্গা মুসলিম শিশু, নারী ও পুরুষদের নির্বিচারে গণ হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ ১৭সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় তৌহিদি জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়া শহর। ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে সকাল থেকেই জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে তৌহিদি জনতা বিক্ষুদ্ধ মিছিল নিয়ে শহরের টেংকের পাড় ময়দানে জড়ো হতে থাকে। স কাল ১১টায় কয়েক হাজার তৌহিদি জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কাউতলী গোল চত্বর গিয়ে সমাবেশে মিলিত হয়। আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা বোরহান উদ্দিন আল মতিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা মুফতি মোবারক উল্লাহ, মুফতি সামছুল হক, মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা মেরাজুল হক কাসেমী,মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুল হাফিজ জিহাদী, মাওলানা মারুফ কাসেমী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা আব্দুল হক, মাওলানা আতহার আলী, মুফতি মাকবুল, মাওলানা ইউসুফ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন