টেকনাফ ও উখিয়ার গয়ালমারা, বালুখালীসহ বিভিন্ন ক্যাম্পে দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে মঙ্গলবার ত্রাণ বিতরণ করেছেন বিএনপির সাবেক ছাত্রনেতারা। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে এসময় সাবেক ছাত্রনেতা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, ওমর ফারুক সাফিন, শেখ মোঃ শামীম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুক্তার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদউদ্দিন চৌধুরী এ্যানী উপস্থিত সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশে দলের পক্ষ থেকে শুরু থেকেই অসহায় রোহিঙ্গাদের মাঝে আমাদের ত্রাণ বিতরণের কাজ চলছে। রাজনৈতিক নয়, সম্পূর্ণ মানবিক কারণেই এই বিপর্যয়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের এই ত্রাণকাজ অব্যাহত থাকবে। সূত্র: দৈনিক নয়াদিগন্ত
আপনার মন্তব্য লিখুন