রাজাবাড়িয়া কান্দি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি কার্যক্রম অব্যাহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ , ৫ জুন ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
রাজাবাড়িয়া কান্দি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি কার্যক্রম অব্যাহত
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোরঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজাবাড়িয়া কান্দি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক ও তিতাস নদীর পাশে অবস্থিত অত্র মাদ্রাসাটি দুইজন অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের হাফেজ এব নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত নূরানী বোর্ড কতৃক সুপারিশকৃত একজন কারী সাহেব কর্তৃক অত্র মাদ্রাসার ছাত্রদের শিক্ষাদান কার্যক্রম চলছে।
এ ব্যপারে মাদ্রাসার অন্যতম পরিচালক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুদ্দিন হৃদয় জানান, মাদ্রাসাটি আল্লামা হযরত মাওলানা মনিরুজ্জামান সিরাজী ও আল্লামা তায়েবুর রহমান হুজুরের স্মৃতি বিজরিত। এছাড়া আল্লামা হযরত আব্দুর রহমান পীর সাহেব( তুলাপারা), হযরত মাওলানা আব্দুস সাত্তার হুজুর, হযরত মাওলানা আক্তার হুজুর ও বহু হাফেজ গড়ার কারিগর হাফেজ মাওলানা হযরত আব্দুর রাকিব সাহেব এর সহযোগিতা ও পরামর্শক্রমে হিলফুল ফুজুল যুব সংঘের মাধ্যমে অত্র মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় সেবা পেতে ছাত্রদের অত্র মাদ্রাসার বিভিন্ন বিভাগে ছাত্র ভর্তি করতে সম্মানিত অভিভাকসহ সংশ্লিষ্ট সকলকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন