ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত চাই- শিক্ষক দিবসে শিক্ষক নেতৃবৃন্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ , ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত চাই- শিক্ষক দিবসে শিক্ষক নেতৃবৃন্দ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত দাবি করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চলমান ম্যানেজিং কমিটির গ্যাঁরাকলে নানাভাবে হয়রানির শিকার শিক্ষকদের সরকারি বিধি অনুযায়ী সুষ্ঠুভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনার জন্য সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এ দাবি করেন। জাতীয় শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত শিক্ষক সমাবেশে বক্তব্যে তিনি এ দাবি করেন।
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের অধীনস্থ সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে একটি র্যালি বের হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ, সরাইল উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত র্যালি ও সমাবেশে অংশগ্রহন করেন।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিতে অংশগ্রহনকারীগণ সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হোন। এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মাহবুব খান বাবুল, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা সামসুল আলম, শিক্ষক নেতা ইমরানুল কবির ও
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারি মোঃ আবুল হাসেম ভূঁইয়াসহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকামন্ডলী, সরাইল থানা পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়াকর্মীবৃন্দ উক্ত র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন