২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

মা হারানোর বেদনায় কাতর শিশু আদিব ও নাজিবার এতিম চাহনিতে হতাশার চাপ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ , ২০ জুন ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মা হারানোর বেদনায় কাতর শিশু আদিব ও নাজিবার এতিম চাহনিতে হতাশার চাপ

 

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

নাজিব ও আদিবা। ফুটফুটে দুই শিশু। কিছু বুঝে উঠার আগেই হারিয়েছে তাদের মমতাময়ী মাকে। ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার(১৯জুন) বাদ মাগরিব প্র্থিবীর সকল মায়া ছিন্ন করে নিয়তের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে। আজ রোববার(২০জুন) সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাঁকে।
আত্বার আথিতিয়তার টানে জানাজায় অংশ গ্রহন করে লাশ দাফনের পরেও যেতে হয়েছে মৃতের বাড়িতে।

সে এক হৃদয় বিদারক দৃশ্য। স্বজন হারানোর বেদনায় কাতর বাড়ির সকলের কান্না যেন থামছিল না। শোকাহত পরিবারের লোকজনকে শান্তনা দেওয়ার ভাষা যেন কারও নেই। মৃতের দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে আদিব ও নাজিবা সকলের ছোট।
প্রিয় মাকে হারিয়ে বড় এক মেয়ে ও এক ছেলে কান্নায় বার বার মূর্ছা যাচ্ছেন। ছোট এক ছেলে আদিব ও এক মেয়ে নাজিবা ঘরের এ কক্ষ থেকে ঐ কক্ষে কেবল ছুটাছুটি করছে আর কেবল মাকেই খুঁজছে। মাকে যে কেবল মাত্র কবরস্থানে দাফন করা হয়ে আসা হয়েছে তাও যেন বুঝতে নারাজ তারা। নিষ্পাপ দেহে অপুলক চাহনিতে কেবল মায়ের স্মৃতিকেই মনে করছে কিন্তু মা যে আর ফিরে আসবে না এমনটা হয়ত ভাবতেও পারছে না অবুঝ এই দুই শিশু।

জানাযা পড়িয়েছেন মৃতের স্বামী নিজেই। জানাজা পূর্ব আলোচনায় স্বামী মৃত স্ত্রীর লাশ সামনে রেখে বললেন আমার,অবুঝ শিশু বলছে তারঁ মাকে বালিশ ছাড়া শুয়ে রাখা হয়েছে কেন। অবুঝ শিশুর প্রশ্নের যে কেউ উত্তর দিতে পারছেন না। মৃত স্ত্রীর প্রশংসা করে স্বামী বলেন আমার স্ত্রীর দুটি গুনের কথা না বললে আমার মন শান্ত হবে না। তার একটি হল সে কোনোদিন মোবাইলে বেগানা কারও সাথে কথা বলতেন না এমনকি বেগানা পুরুষের চেহারাও দেখতেন না সেই সাথে পর্দাপ্রথার সাথে ধার্মিক জীবন অতিবাহিত করেছেন।

মারা যাওয়ার মুহূর্তে তার প্রতিটা শ্বাস-প্রশ্বাসের সাথে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হতে শুনেছি। স্বামি হিসেবে আমি তার প্রতি রাজি আল্লাহ যেন তার প্রতি রাজি হয়ে যান সকলে দোয়া করবেন বলে জানাজা পড়িয়েছেন তিনি নিজেই।
হ্যাঁ, বলছিলাম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের মাওলানা হাফেজ মুশাররফ হুসাইন সাহেব এর সদ্য মৃত স্ত্রী ও মা হারিয়ে এতিম হয়ে যাওয়া তার সন্তানদের কথা।
সরাইল সৈয়্যদটুলা পশ্চিমপাড়া আমাদের জামে মসজিদের খতিব হিসেব তিনি দায়িত্ব পালন করায় হৃদয়ের টানে আজ রোববার(২০জুন) সকাল ৮টায় গলানিয়া গ্রামে গিয়ে জানাজায় অংশগ্রহন শেষে মাওলানা সাহেবের বাড়িতে যায়। সেখানে গিয়ে মা হারা এতিম দুই অবুঝ ভাই-বোনকে দেখে মনটা কেমন যেন মায়াবী হয়ে উঠেছে। অবুঝ শিশু দুটির মা হারানোর অবুঝ চাহনি দেখে যেন আমার হৃদয়টা কেঁদে উঠেছে। শান্তনা দেওয়ার ভাষা যেন হারিয়ে ফেলেছিলাম। কিছু টাকা শিশুটির হাতে দিয়ে নিজের মনে কিছুটা প্রশান্তি খোঁজার চেষ্টা করেছি। কিন্ত না, মা যে অমূল্য সম্পদ। মায়ের মমতা তো আর কোনো দিন এতিম এই শিশুদের ভাগ্যে জুটবে না। অনেকেই আদর করবে, টাকা দিবে, বেচেঁ থাকার সকল ধরনের সুযোগ সুবিধা ঠিকই হয়ত পাবে কিন্তু যা হারিয়েছে তা তো আর কোনো দিন ফিরে পাবে না। এই ভেবে ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিয়ে নিজের গন্তব্যে ফিরে এলাম।
মহান আল্লাহর কাছে একান্তই প্রার্থনা মা হারা অবুঝ এই এতিম সন্তানদের আপনি সহায় হউন আর এই এতিম শিশুদের মমতাময়ী মাকে আপনি জান্নাত নসীব করুন, পাশাপাশি স্বজনহারা পরিবারের সকলকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন, আমিন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন