মালয়শিয়া প্রবাসীর রহস্যজনক মৃত্যু, সরাইলে লাশ আসার ৪দিন পর ময়না তদন্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেলিম মিয়া নামে মালয়শিয়া প্রবাসী এক ব্যক্তির রহস্যজনক মৃত্য হয়েছে। লাশ বাড়ি ফেরার ৪দিন পর গতকাল বুধবার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্তের জন্য বিজ্ঞ আদালত নির্দেশে দিয়েছেন । উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে। সেলিম মিয়ার স্ত্রী সালেহা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টিঘর গ্রামের সেলিম মিয়া গত নয় বছর পূর্বে মালয়শিয়া যান। তিনি একই গ্রামের মালয়শিয়া প্রবাসী করম আলীর সাথে কর্মরত ছিলেন। গত ৩১ আগষ্ট মালয়শিয়ায় তিনি মৃত্যুবরণ করেন। গত ৮ সেপ্টেম্বর মরদেহ টিঘর গ্রামে পৌঁছে। এসময় মৃত সেলিম মিয়ার মরদেহে আঘাতের চিহ্ন দেখে স্বাভাবিক মৃত্যু নিয়ে পরিবারের লোকজনদের সন্দেহ হয়। এর প্রেক্ষিতে গত ৪ দিন লাশের দাফন সম্পন্ন হয়নি। মৃত প্রবাসী সেলিম মিয়ার মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে তার পিতার মৃত্য রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে আজ বুধবার বিজ্ঞ আদালতে লিখিত আবেদন করলে বিজ্ঞ আদালত মরদেহের ময়না তদন্তের নির্দেশ দেন। আজ বুধবার মৃতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রূপক কুমার সাহা বলেন পারিবারিক অবহেলার কারনে গত ৪দিন ধরে লাশের দাফন সম্পন্ন হয়নি। তবে আদালতের নির্দেশে বুধবার বিকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন