মারুফ খান নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ , ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মারুফ খান নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মারুফ খান। সোমবার(১৭ অক্টোবর) নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যগণ সর্বসম্মতিক্রমে আগামী ৩ (তিন) বছরের জন্য মারুফ খানকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। মোঃ মারুফ খান কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত রয়েছেন।
এ ব্যপারে নবনির্বাচিত সভাপতি মারুফ খান বলেন, আমাকে বিদ্যালয়টির ম্যনেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফুল আলম মৃধা (বাবুল) স্যারের নিকট আমি কৃতজ্ঞ যিনি ২০০৭ সাল হতে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত বিদ্যালয়টির হাল ধরে আছেন। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয়ের বিদায়ী সফল ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব শেখ মনির আহমেদ ভাইয়ের নিকট। ধন্যবাদ জানাচ্ছি নবগঠিত সম্মানিত সদস্যমন্ডলীকে এবং শিক্ষকমন্ডলীকে যারা আমাকে অতীব আন্তরিকতার সহিত সভাপতি নির্বাচনে উৎসাহিত এবং সহযোগিতা করেছেন। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকলের পরামর্শসহ সহযোগিতা কামনা করেছেন তিনি।
ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ হলেন শেখ সামছুল আলম শ্যামল (সহ-সভাপতি), শাহীনা আখতার (শিক্ষক), শেখ ফয়সল, মোঃ ফয়েজ উদ্দিন বাদল, শেখ হাফসা বেগম, আরিফুর রহমান (আরিফ), মেহেরুন্নেছা মুক্তা, সুমেকা জাহান এবং মোঃ দেওয়ান আলী (ওয়ার্ড মেম্বার)।
নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে মোঃ মারুফ খানকে অভিনন্দন জানানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন