“মানবিক সরাইল” এর উদ্যোগে সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ , ৪ মার্চ ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
“মানবিক সরাইল” এর উদ্যোগে সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সংগঠন ” মানবিক সরাইল ” এর উদ্যোগে গণসংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মার্চ/২০২৩) উপজেলার কালিকচ্ছ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা রেজিস্ট্রার্ড (ভূমি) মরহুম এ কে মোহাম্মদ আলী বিল্লাল সাহেবের বাড়িতে উক্ত গণসংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার কৃতি সন্তান ও মানবিক সরাইল জে বি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ এর জাপানে জন্মগ্রহনকারী একমাত্র কন্যা ফাতিহা আলী সাকুরাকোর সাকুরা এর প্রথমবারের মত বাংলাদেশে আগমন উপলক্ষে উক্ত গণসংবর্ধনার আয়োজন করা হয়। মানবিক সরাইল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ এর সহধর্মিনী ও উক্ত সংগঠনের আজীবন দাতা সদস্য মিসেস সালমা পলাশ, তাঁর একমাত্র ছেলে মোহাম্মদ আলী সেইজি, উক্ত সংগঠনের দাতা সদস্য ও সহসভাপতি কানিজ ফাতেমা স্মৃতি, সংগঠনের সদস্যবৃন্দ, পারিবারিক সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মানবিক সরাইল পরিবারের মোহাম্মদ আলী রিফাত এর সন্তান মোহাম্মদ আলী আয়াত এর আকিকা, মোহাম্মদ আলী জাভেদ ঝন্টু এর একমাত্র সন্তান মোহাম্মদ আলী আরেফিন এর সুন্নতে খাৎনা এবং মোহাম্মদ রাহাত আলী নিয়ন এর জাপানে যাওয়া উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন মানবিক সরাইল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ।
উল্লেখ্য আর্থ মানবতার সেবায় নিয়োজিত থাকার লক্ষ্যকে সামনে রেখে ২০২০ সালে সরাইলে আত্ব প্রকাশ করে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “মানবিক সরাইল।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি উপজেলার অসহায়, হতদরিদ্র লোকজনের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে। এছাড়া করোনাকালীন দুঃসময়সহ নানা দুর্যোগকালীন সময়ে সংগঠনটি সাধ্যমত আর্থ মানবতার সেবায় বিশেষ অবদান রেখে চলছে।
আপনার মন্তব্য লিখুন