১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মানবতার কল্যাণে ” ১/২৪ সোশ্যাল মুভমেন্ট”

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , ১৫ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ শাহাব উদ্দিন স্যার যিনি মানবতার কল্যাণে একঝাঁক তরুন ও মেধাবী মানবদরদী শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন সম্পূর্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “১/২৪ সোশ্যাল মুভমেন্ট” সংগঠন। সংগঠনের কর্ণধার হিসেবে তিনি গড়ে তুলেছেন মানবতার একঝাঁক তরুন সমাজসেবক। ” ভিক্ষা করেও ডাক্তার হতে চাই সরাইলের শিশু সুখী” শিরোনামে নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে মানবতাবাদী জনাব মোহাম্মদ শাহাব উদ্দিন স্যারসহ ১/২৪ সোশ্যাল মুভমেন্ট সংগঠনের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১০/১৫জন তরুন শিক্ষার্থী মাইক্রোযোগে বছরখানেক আগে সরাইলে আসার সুবাধে স্যারসহ সংগঠনটির সদস্যদের সাথে আমার পরিচয় হয় দৈনিক নয়াদিগন্তের সরাইল প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিমের। সেই দিন সরাইলের সেই শিশু সুখীকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে পড়ালেখার সকল দায়িত্ব নেওয়ার পাশাপাশি শিশু সুখীর পরিবারের মাথাগোজার ঠাই হিসেবে একটি ঘর নির্মান করার ব্যবস্থা করে দেন “১/২৪ সোশ্যাল মুভমেন্ট সংগঠন”। এদিকে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম এর পিতা মাতার নামে নির্মানাধীন ” আমেনা আওয়াল নূরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম আজহারুল ইসলাম ঠাকুর একটি পানির ট্যাংক দেওয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ শুক্রবার(১৫মে) সকালে প্রাপ্তি স্বীকার করে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি নজরে পড়ে সেই শিশু সুখীকে দেখতে সরাইলে আসা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও ১/২৪ সোশ্যাল মুভমেন্ট সংগঠনের ভলান্টিয়ার হোসাইন আল মামুন এর। তিনি জানতে চান মাদ্রাসার ফ্যান প্রয়োজন আছে কিনা। প্রতি উত্তরে মাদ্রাসা কর্তৃপক্ষ ৩টা ফ্যান দরকার বলার সাথে সাথেই “১/২৪ সোশ্যাল মুভমেন্ট” গ্রুপে তিনি ছড়িয়ে দেন ম্যাসেজ। সাথে সাথে সাড়া পান সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন স্যার, সহসভাপতি জামাল মিয়া ও উপদেষ্টা মনির হোসাইন পিন্টু । কিছুক্ষনের মধ্যেই ম্যাসেঞ্জারে ম্যাসেজ দেন মাদ্রাসার ৩টি ফ্যানই দিবেন তারা। বলেন বিকাশ নম্বর দিতে। বিকাশ নম্বর (০১৭২০১০৮৬১৯) পার্সোনাল দেওয়ার পর পর আসল ২টা ম্যাসেজ। শিহাব উদ্দিন স্যার পাঠালেন ২৫০০টাকা, জামাল মিয়া পাঠালেন ২৫০০টাকা এবং হোসাইন আল মামুন জানালেন শীঘ্রই আরও একটি ফ্যানের টাকা বিকাশে পাঠিয়ে দিবেন। এত দ্রুত মাদ্রাসার ফ্যানের ব্যবস্থা হয়ে যাবে ভাবতেও পারেননি মাদ্রাসা কর্তৃপক্ষ। যারা নিঃস্বার্থভাবে সমাজের মানুষের কল্যাণে এভাবে দিন রাত কাজ করেন, মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবেন, ধর্মীয় প্রতিষ্ঠানে কষ্টার্জিত অর্থ বিলিয়ে দেন মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন এমনটা করে ” ১/২৪সোশ্যাল মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন স্যার, সংগঠনের সহসভাপতি জামাল মিয়া, উপদেষ্টা মনির হোসাইন পিন্টু, সংগঠনের ভলান্টিয়ার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র হোসাইন আল মামুনসহ মানবতাবাদী সংগঠন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট সংগঠনের সকল সদস্য ও শুভাকাংখীদের ধন্যবাদ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন