মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন আলহাজ্ব কবির আহমেদ ভূইঁয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম, নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান, ভূইঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া নিজ এলাকা বরিশল মধ্যপাড়া বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন। শুক্রবার(১৫জানুয়ারী) বিকালে স্থানীয় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদও সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান জুয়েল, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান ও যুবদল নেতা নূরুল আমিন মাস্টারসহ অন্যান্য দলীয় নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। সর্বস্তরের লোকজনের সাথে আলহাজ্ব কবির আহমেদ ভূইঁয়া পরামর্শ সভা করার মাধ্যমে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। পরে পেশ ইমাম ফারুক উদ্দিন ভূঁইয়া দোয়া পরিচালনা করেন।
আপনার মন্তব্য লিখুন