ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ , ২২ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি
অনলাইন নিউজ ডেস্কঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম , প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. শাহীন উল ইসলাম, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও মহানগর উত্তর, দক্ষিনের সভাপতি, সাধারন সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
পুষ্পস্তবক অর্পণের পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু এক প্রশ্নের জবাবে গণমাধ্যম কে বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির প্রেরণার উৎস।পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের জনগণ ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। ভাষা বাঙালি জাতিসত্তা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাই বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন।’
আপনার মন্তব্য লিখুন