ব্রাহ্মনবাড়িয়ায় কাঠালের আশানুরূপ ফলন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , ৭ জুন ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিকূল আবহাওয়ায়ও ব্রাহ্মনবাড়িয়ায় কাঠালের আশানুরূপ ফলন হয়েছে। বছরের শুরুতেই ভারী বৃষ্টিপাত, ঝড়ো হওয়ায় কাঁঠাল গাছ ব্যাপক ক্ষতি হয়। কোন কোন গাছ ফেঁটে গেছে, ছিঁড়ে গেছে। মাটি থেকে উপড়ে পড়েছে। তার পর ও জেলার কাঠালের ভাল ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে, উৎপাদনের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কৃষক কাঁঠাল চাষে উৎসাহিত হবে। কাঁঠাল চাষীরা বলছেন, প্রতিটি কাঠাল তারা ৬০/১০০ টাকায় বিক্রি করতে পারছেন। এতে তারা লাভবান। প্রতিকূল পরিবেশেও আশানুরুপ কাঁঠাল ফলনের কথা বলেছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠালের আবাদ বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় কাঠালের আবাদ ও উৎপাদন দুটিই বেশী হবে বলে আশা করছে কৃষি বিভাগ । চলতি বছর জেলায় ১৩শ ৫০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। প্রতিটি গাছেই ধরেছে বিপুল পরিমান কাঁঠাল। কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় ১৩ হাজার ৯শ ৫০ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে। কাঠালের এ উৎপাদেন চাষীরা বেজায় খুশী। দামও ক্রেতাদের নাগালের মধ্যে। কৃষক এতে আর্থিক ভাবে লাভবান হবে। পাশাপাশি মিটবে জেলার পুষ্টির চাহিদা। সাইফুল আলম, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারন অফিস, ব্রাহ্মণবাড়িয়া জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার চলতি বছর ১৩শ ৫০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। ১৩ হাজার ৯শ ৫০ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে বলে আশা করছি। কাঁঠালের উৎপাদন ও আবাদ অনেক ভাল। কৃষক আনন্দিত ও খুশি। হুমায়ুন কবীর, কাঁঠাল চাষী,জানিয়েছেনমেঘ বৃষ্টি বেশী হওয়ায় কাঁঠালের ক্ষতি হয়েছে। ৬ হাজার কাঁঠাল ৬ লাখ টাকায় বিক্রী করতে পারব। মেঘ বৃষ্টির কারনে কাঁঠাল গাছ ফেটে যাওয়ায় বড় হয় নি। তারপরও ভাল ফলন হয়েছে। একটি কাঁঠালের মূল্য ৬০ টাকা হলে ও ১০০ টাকায় বিক্রী করতে পারব। এতে কয়েক লাখ টাকা লাভ হবে
আপনার মন্তব্য লিখুন