ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৭জন প্রার্থী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে ২৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার(২৮ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সকাল থেকে জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার এর কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, মো. মঈন উদ্দিন মঈন, অ্যাডভোকেট সৈয়দ তানভির হোসেন কাউছার, শাহজাহান আলম সাজু, এ্যাড. আশরাফ উদ্দিন মন্তু, মো. ছফি উল্লাহ, আনিছুর রহমান, মো. মুখলেছুর রহমান, মো. গিয়াস উদ্দিন, বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উকিল আব্দুস সাত্তার ভূইয়া, ব্যারিস্টার রুমিন ফারহানা, শেখ মোহাম্মদ শামীম, আহসান উদ্দিন খান শিপন, এস এন তরুণ দে, মো. আনোয়ার হোসেন মাষ্টার, আবু আসিফ আহমেদ, মোবারক হোসেন ও আখতার হোসেন। জাতীয়পার্টি থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইঁয়া, জাতীপার্টি জেপি থেকে জামিলুল হক বকুল, জমিয়তে ওলামায়ে ইসলাম থেকে মাওলানা জুনায়েদ আল হাবিব, গণফোরাম থেকে শাহ মফিজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মহিউদ্দিন মোল্লা, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি থেকে মো. ঈসা খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. জাকির হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে তৈমুর রেজা মো. শাহজাদ, জাকের পার্টি থেকে জহিরুল ইসলাম জুয়েল মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আগামী ৯ডিসেম্বর চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে বলে জানা যায়।
আপনার মন্তব্য লিখুন