ব্রাহ্মণবাড়িয়া ২ উপনির্বাচন: জামানত হারালেন জাপাসহ তিন এমপি প্রার্থী!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ , ৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ব্রাহ্মণবাড়িয়া ২ উপনির্বাচন: জামানত হারালেন জাপাসহ তিন এমপি প্রার্থী!
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) সদ্য সমাপ্ত উপনির্বাচনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (জিএম কাদের) আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল (গোলাপফুল) ও ন্যাশনাল পিপলস্ পার্টির রাজ্জাক হোসেন (আম)। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে ওই তিন প্রার্থীর কেউই জামানত পাওয়ার মত ভোট পাননি। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২। ৫ নভেম্বরের উপনির্বাচনে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩২ টি কেন্দ্রে মোট কাস্টিং ভোট ১ লাখ ৯ হাজার ৬৬৫ । এদের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৫৭ । বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৩০৮ ভোট। প্রার্থী ছিলেন ৫ জন। আইন অনুযায়ী কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলেই প্রার্থী জামানতের টাকা ফেরত পাবেন। এর চেয়ে কম পেলে জামানতের টাকা ফেরত পাবেন না। এখানে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ১৩ হাজার ৭০৮। যা ৫ প্রার্থীর মধ্যে ৩ জনই পাননি। জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, জাকের পার্টি প্রার্থী (গোলাপফুল) পেয়েছেন ৫৬১ ভোট ও ন্যাশনাল পিপলস্ পাটির প্রার্থী (আম) পেয়েছেন ৭৩৯ ভোট। তাই তারা তিনজনের কেউই জামানত পাচ্ছেন না।
এ ব্যপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, বিধি হচ্ছে জামানত পেতে প্রার্থীকে কাষ্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ পরিমাণ ভোট পেতে হবে। এর কম হলে জামানতের টাকা ফেরত পাবেন না। ওই তিন প্রার্থীর কেউই জামানত ফেরত পাওয়ার মত ভোট পাননি।
আপনার মন্তব্য লিখুন