১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনঃ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনঃ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও যাছাই-বাছাই শেষে ৫জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রার্থীদের দাখিলকৃত কাগজ পত্র যাচাই-বাছাই শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিৎ করেছেন তিনি।

এদিকে মৃত ব্যক্তিসহ পাঁচ ভোটারের ভুয়া স্বাক্ষর দেওয়ার অভিযোগে ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীম এর মনোনয়ন অবৈধ ঘোষনা করে প্রার্থীতা বাতিল করা হয়েছে। কারন হিসেবে তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন দাখিলের সময় মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। এর মধ্য থেকে নির্বাচন কমিশন দৈব চয়নের মাধ্যমে ১০ জনের স্বাক্ষর যাচাই-বাছাই করেন। এ ১০ জনের মধ্যে চারজন কোনো স্বাক্ষর করেন নি। তালিকায় একজন মৃত ব্যক্তির স্বাক্ষরও রয়েছে।

মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টির এডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন ও জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল)।

নির্বাচনী তফসিল অনুযায়ী ১৩-১৭ অক্টোবর এর মধ্যে প্রার্থী আপিল করতে পারবেন। ১৮ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। ২০ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৫ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন