ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন, আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ১৬জন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ , ৮ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন, আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ১৬জন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ১৬ জন। এর মধ্যে সদ্য প্রয়াত এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার পুত্র মাইনুল হাসান তুষারও রয়েছেন।
শনিবার আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার নিশ্চিৎ করেছেন।
এছাড়া আওয়ামী লীগ দলীয় ১৫ জন প্রার্থী দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। আজ রোববার ( ৮ অক্টোবর) সন্ধা সাড়ে ৬ টায় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্তভাবে প্রার্থী মনোনীত করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা গেছে।
উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম(শিউলী আজাদ), আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন মঈন, এডভোকেট কামরুজ্জামান আনসারী, আবদুল হান্নান রতন, অধ্যক্ষ ডক্টর শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, এডভোকেট নাজমুল হোসেন, এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, সাংবাদিক এমডি জালাল, এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী, হাজী ছফিউল্লাহ মিয়া, শাহ মফিজ ও প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ।
উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর এই আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।
আপনার মন্তব্য লিখুন