২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৭ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছেন ১৬জন, বৈধতা পায়নি ১১জন প্রার্থী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

20181202_213545

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনে মনোনয়ন পত্র দাখিলকারী ২৭প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছেন ১৬জন প্রার্থী। বৈধতা পায়নি ১১জন প্রার্থীর মনোনয়নপত্র। রোববার(২ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার এর কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে  বৈধ প্রার্থী  ও বৈধতা না পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়ন পত্র  বৈধতা প্রাপ্ত প্রার্থীরা হলেন ১। জিয়াউল হক মৃধা(স্বতন্ত্র), ২।আব্দুস সাত্তার ভূঁইয়া(বিএনপি), ৩। জহিরুল হক জুয়েল-(জাকের পার্টি), ৪। তৈমুর রেজা মোঃ শাহজাদ(জাসদ রব),  ৫।  জামিলুল হক বকুল( জেপি  মঞ্জু), ৬। মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া (জাপা এরশাদ), ৭। মোঃ মঈন উদ্দিন মঈন(স্বতন্ত্র), ৮। আহসান উদ্দিন খান( বিএনপি), ৯। মোঃ জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ),  ১০। রুমিন ফারহানা-(বিএনপি),  ১১। শেখ মোহাম্মদ শামীম মিয়া(বিএনপি), ১২।  ঈশা খান (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), ১৩। মোবারক হোসেন (বিএনপি), ১৪। এস এন তরুণ দে(বিএনপি), ১৫। আনোয়ার হোসেন (বিএনপি), ১৬। মোঃ জুনায়েদ আল হাবীব( জমিয়তে উলামায়ে ইসলাম)। বৈধতা না পাওয়া প্রার্থীরা হলেন ১। আখতার হোসেন-(বিএনপি),  ২। মোঃ মোখলেছুর রহমান( স্বতন্ত্র), ৩। গিয়াস উদ্দিন (স্বতন্ত্র), ৪। মহিউদ্দিন মোল্লা (ইসলামী ফ্রন্ট),  ৫। আনিসুর রহমান( স্বতন্ত্র), ৬। আবু আসিফ আহম্মেদ( বিএনপি), ৭। শাহ জাহান আলম সাজু(স্বতন্ত্র), ৮। শাহ মফিজ (গণফোরাম), ৯। ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া)( স্বতন্ত্র),  ১০। আশরাফ উদ্দিন (স্বতন্ত্র),  ১১।  সৈয়দ তানবির হোসেন- (স্বতন্ত্র)

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন