ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বৈধ প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এর সরাইলে ব্যপক গণসংযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ , ৩ ডিসেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া – ২ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এর প্রার্থীতা বৈধ বলে ঘোষনা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। আজ রোববার(২ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে অন্যান্য প্রার্থীদের মত বিএনপি দলীয় প্রার্থী বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা এর প্রার্থীতা বৈধ বলে প্রকাশ করা হয়েছে। একই দিন বিকালে তিনি উপজেলার চুন্টা, অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যপক গণসংযোগ করেছেন। তিনি উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জণগনের সাথে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে উপস্থিত জনতার উদ্দেশ্যে জ্বালাময়ী বক্তব্য দেন। এলাকার সাধারণ জনগণ ও স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ব্যপক গণ সংযোগ করে ধানের শীষের পক্ষে প্রচারনা চালান তিনি। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ শত শত সমর্থক উক্ত গণ সংযোগে অংশগ্রহন করেন। এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি দলীয় মনোনীত বৈধ প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার বাবা ভাষা সৈনিক ছিলেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার একজন জননন্দিত নেতা ছিলেন।
১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাভী মার্কায় ৪২হাজার ভোট বেশী পেয়ে অগ্রগামী ছিলেন। তার নিকটতম আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তাহের উদ্দিন ঠাকুর(সাবেক তথ্য প্রতিমন্ত্রী) ৩৪হাজার ভোট পেয়েছিলেন। কিন্তু তৎকালীন সময়ে ক্ষমতাসীনরা হেলিকপটারের মাধ্যমে ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকায় নিয়ে তাহের উদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষনা করেছিলেন। বাবার হারানো সেই আসনটি পুনরুদ্ধার করতেই আমি মাঠে নেমেছি। জনতাকে সাথে নিয়ে মাঠে নেমেছি ইনশাল্লাহ মাঠেই থাকব। দেশমাতা আজ কারাগারে একটি পরিত্যক্ত কক্ষে বন্দী। আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারছেন না। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা ছাড়া আর আমাদের পথ নেই। দলের প্রতি আমার ত্যাগ বিবেচনায় দলের পক্ষ থেকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলে ইনশাল্লাহ পিতার হারানো এ আসনটি উদ্ধার করে দলকে উপহার দিতে পারব। এছাড়া দলীয়ভাবে যাকেই এ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে তারঁ হয়েই ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন