ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চাইবেন ইঞ্জিনিয়ার আবু শামীম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চাইবেন ইঞ্জিনিয়ার আবু শামীম
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নিজ গ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে মানবিক সরাইল জে. বি. সংগঠনের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ারকে(পলাশ)।
রোববার ( ১৬ জুলাই) এ উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন এলাকাবাসি।
এলাকার প্রবীন মুরব্বী নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও মানবিক সরাইল জে. বি. সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর নবীর সঞ্চালনায় কালিকচ্ছ দত্তপাড়ায় অনুষ্ঠিত উক্ত সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) এর বিভিন্ন সামাজিক কর্মকান্ডে উদ্ভুদ্ধ হয়ে তারই নিজ এলাকা কালীকচ্ছ দত্তপাড়ার গণ্যমান্য ব্যক্তিগণ একত্রিত হয়ে ছোট পরিসরে পলাশকে নিয়ে আলোচনা সভা করে তাকে সংবর্ধনা দেন।
ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ও ঘনিষ্ঠ কর্মী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের মোহাম্মদ আলী বিল্লাল সাহেবের সন্তান। জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পলাশ সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাপান শাখার নির্বাচিত বর্তমান প্রতিষ্ঠাতা সভাপতি। মানবিক সরাইল জে.বি. এর প্রতিষ্ঠাতা ও সভাপতি।
তাদের একটাই দাবী জনাব আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) এর নিকট উপস্থাপন করেন পলাশ যেন এই অবহেলিত জনপদের উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী সরাইল -আশুগঞ্জ এলাকা হতে এম.পি হিসাবে দেখতে চায় গ্রাম বাসি।
এ ব্যপারে ইঞ্জিনিয়ার আবু শামীম পিয়ার পলাশ বলেন,
সরাইলের বেকার সমস্যা দূরীকরণ ও বিদেশী বিনিয়োগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বেকার সমস্যা সমাধানে সরাইলকে বিশ্বমানের একটি উন্নত নগরী গড়ে সরাইলের পুরাতন ঐতিযহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
এছাড়া তিনি বলেন, সরাইল-আশুগঞ্জের অসহায় সম্বলহীন, প্রতিবন্ধী, এতিমদের স্বাবলম্বী করা, ৬০ ঊর্ধ্ব বয়সী মধ্য ও নিম্নবিত্ত জনগণকে আজীবন পেনশন/ভাতার প্রয়োজনীয় ব্যবস্থা করাসহ আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, স্কুল- কলেজের শিক্ষার মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা তার উদ্দেশ্য।
এলাকার জনসাধারনের আকুতি ও নিজ গ্রামের মানুষের দাবির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় মনোয়নয়ন চাইবেন বলে উক্ত সভায় ঘোষনা করেন ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ)। এ ব্যাপারে তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন