ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার মনোনয়ন দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপিকে মহাজোট থেকে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন সরাইল- আশুগঞ্জ নির্বাচনী এলাকার জনগণ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্রাপাড়া মোড় এলাকায় বিভিন্ন সংগঠনের ব্যানারে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন পালন করা হয়। পরে বিক্ষুদ্ধ লোকজন মাথায় কাফনের কাপড় বেঁধে মহাসড়কে টায়ার জ্বালিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এসময় মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানঝটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা। অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বিগত ২টি নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে মনোনীত হয়ে মহাজোটের প্রার্থী হিসেবে এ আসনে পর পর দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এ আসনে দলীয় কোনো প্রার্থী চূড়ান্ত না করায় মহাজোট থেকে মনোনয়ন পেতে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার পাশাপাশি এ আসনে মনোনয়ন পেতে লড়াইয়ে নামে তাঁরই মেয়ের জামাই ও জাতীয় পার্টির যুব বিষয়ক উপদষ্টা রেজাউল ইসলাম ভূইয়া । একই আসনে মনোনয়ন পেতে শুশুর-জামাই এর লড়াইয়ে এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি হয়। ২০১৪সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে জোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন রেজাউল ইসলাম ভূইঁয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে মনোনয়ন দেয়া হয়েছে এবং রেজাউল ইসলাম ভূইঁয়াকে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে মনোনয়ন দেওয়ার খবরে বিক্ষুদ্ধ হয়ে ওঠে সরাইল-আশুগঞ্জ এলাকার জনগণ। স্থানীয় লোকজনের দাবি নির্বাচনী এলাকার বাহির থেকে কেউ এখানে মনোনয়ন নিয়ে আসুক এটা তারা মেনে নিতে নারাজ। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মহাজোট থেকে ফের অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে মনোনীত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন