ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত তিনটি কেন্দ্রে পুনঃভোট ৯ জানুয়ারি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ , ২ জানুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত তিনটি কেন্দ্রে পুনঃভোট ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মঈন উদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। এ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন মহাজোট সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাপা নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সিংহ প্রতীকে তিনি পেয়েছেন ৩৯ হাজার ৩০৫ ভোট। এছাড়া হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: জাকির হোসেন ৩হাজার ১৭৯ভোট, ডাব প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: গিয়াস উদ্দিন ২হাজার ৯৯৪, কাস্তে প্রতীকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো: ঈসা খান ৪শত ৭৯, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো: মহিউদ্দীন মোল্লা ৪শত ৬৭, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল ৩শত ৮৪, বাই সাইকেল প্রতীকে জাতীয় পার্টি-জেপি প্রার্থী মু. জামিলুল হক বকুল ২শত ৮৪, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি প্রার্থী রেজাউল ইসলাম ভূইঁয়া(সিংহ প্রতীকের প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন) ২শত ৭৯, খেজুর গাছ প্রতীকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী আল্লামা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব(ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়িঁয়ে ছিলেন ) ২শত, উদীয়মান সূর্য প্রতীকে গনফোরামের প্রার্থী শাহ মফিজ ১শত ৩৩, মটরগাড়ি(কার) প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: মুখলেছুর রহমান ৭২ভোট পেয়েছেন। স্থগিত ওই তিনটি কেন্দ্র হচ্ছে- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই তিনটি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪টি। আর প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি।
আপনার মন্তব্য লিখুন