ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার মাতার ইন্তেকাল, আগামীকাল বৃহস্পতিবার বাদযোহর জানাজা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ , ১৪ মার্চ ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় পার্টিও কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ও সদ্য জাতীয়করণকৃত সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমামুর কামালের মাতা মোছাম্মৎ জমিলা খাতুন(৯২) আজ বুধবার(১৪র্মাচ) সন্ধ্যা ৫টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার(১৫র্মাচ) বাদ যোহর কালিকচ্ছ ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকেঁ দাফন করা হবে বলে মরহুমার পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন। তারঁ মৃত্যুতে সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মো: বদও উদ্দিন বদু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল স্বাক্ষরিত এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তুপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন