১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সম্ভাব্য এমপি প্রার্থীরা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ , ২৮ জুন ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ঈদের দিন ও ঈদের পরদিন সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পাটি, ইসলামী ঐক্যজোটসহ অন্যান্য দল থেকে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য এমপি প্রার্থীরা মাঠ পর্যায়ে একের পর এক ঈদের শুভেচ্ছা বিনিময়ের ফলে সাধারণ মানুষদের মাঝে বাড়তি ঈদের আনন্দের মাত্রা  যুক্ত হয়েছে।  ঈদের দিনে ও তার পরবর্তী দিনে বিভিন্ন দলের নেতারা যেভাবে সাধারণ মানুষের পাশে এসে সুখ-দু:খের খোঁজ-খবর নিয়ে কুশল বিনিময় করেছেন সবসময়ই যেন তাঁরা এইরকমভাবে সাধারণ মানুষের খোঁজ-খবর নিয়ে  সুখে-দুঃখে পাশে থাকেন এমনটাই প্রত্যাশা করেছেন এলাকার সাধারণ জনগণ। আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মঈন উদ্দিন মঈন, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, ফরহাদ রহমান মাক্কি,  বিএনপি নেতা সাবেক মন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুইঁয়া, শেখ মোহাম্মদ শামীম, আলহাজ্ব এডভোকেট আব্দুর রহমান, আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার, ড. আজিজ, জাতীয় পার্টি নেতা এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, ইসলামী ঐক্যজোট নেতা আবুল হাসনাত আমিনীসহ অন্যান্য নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময়ে মাঠ চষে বেড়িয়েছেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সম্ভাব্য এমপি প্রার্থী শেখ মোহাম্মদ শামীম কেন্দ্রের সবুজ সংকেত নিয়ে নিজ এলাকায় ঈদের পূর্ববর্তী দিনে দু:স্থদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করার পাশাপাশি ঈদের দিন ও ঈদের পরবর্তী দিন  নির্বাচনী এলাকার লালপুর,শরীফপুর,তালশহর ও তারুয়া ইঊনিয়নের সাধারণ জনগণের সাথে  পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে তিনি জানিয়েছেন। এ সময় তার সাথে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সরাইল উপজেলার সরাইল সদর, কালিকচ্ছ, নোয়াগাঁও ও আশপাশের ইউনিয়নসহ ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, ইসলামী ঐক্যজোট ও অন্যান্য দল থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এমপি পদে সম্ভাব্য নিজ নিজ প্রার্থীতার জানান দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন