১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি ও আওয়ামীলীগের মনোনয়নযুদ্ধে ২৯প্রার্থী, সুবিধায় জোট-মহাজোটের প্রার্থীরা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

20181116_143626

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন যুদ্ধে নেমেছেন ২৯জন প্রার্থী। এর মধ্যে  বিএনপির ৯জন ও আওয়ামীলীগের ২০জন  প্রার্থী রয়েছেন। এ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে চার বার নির্বাচিত সাবেক এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ভাষাসৈনিক মরহুম অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ শামীম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ,  কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন, এস এন তরুন দে ও জাবেদ হাসান স্বাধীন। অপরদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা এমপি অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মইন, শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার পুত্র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি মো. কামাল আহম্মেদ দুলাল, বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান রতন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: ছফি উল্লাহ, যুগ্ম আহ্বায়ক-১ মো: হানিফ মুন্সী, আশুগঞ্জ  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. মজিবুর রহমান , আওয়ামী লীগ নেত্রী সাদেকা বেগম, সরাইল উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ও আওয়ামীলীগ নেতা  সাংবাদিক মো. জালাল মিয়া। এছাড়া জাতীয়পার্টি থেকে বর্তমান এমপি ও জাতীয়পার্টির কেন্দ্রীয় সহসভাপতি, জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ইসলামী ঐক্যজোট থেকে আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর সাহেবজাদা ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী, জমিয়তে ওলামা দল থেকে জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি  ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব এ আসন মনোনয়ন পেতে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে জানা গেছে। বিগত দুইটি নির্বাচনে এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে  অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে চারদলীয় জোট থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী। এর আগে এ আসনে চারবার এমপি ছিলেন  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। বিএনপি  দলীয় মনোনয়ন পেতে ৯জন ও আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে ২০জন প্রার্থীসহ মোট ২৯জন বিএনপি ও আওয়ামীলীগের মনোনয়ন যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও  জোট-মহাজোটের প্রার্থীদের কাছে তাদের হিসাব পাল্টে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষেকগণ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন