ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সাবেক প্রতিমন্ত্রী উকিল সাত্তার ভূইঁয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ , ১৪ নভেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রবীণ রাজনীতিবিদ সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। দলীয় নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলীয় নেতা-কর্মী সূূূূত্রে জানা যায়, দীর্ঘ ২৭ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সফল সভাপতি ছিলেন তিনি। বর্তমানে চেয়ারপারসনের উপদেষ্টা এ নেতা দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। ৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। এরপর ৯১ সালে ও ৯৬ সালের দুবার নিয়ে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এ নেতা। দলের শীর্ষ নেতৃত্ব তাকে এবার মূল্যায়ন করবেন বলে দলীয় নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন। এ ব্যপারে সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুইঁয়া সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানের শীষের বিজয়ের মধ্যে দিয়েই দেশনেত্রীকে মুক্ত করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে এসে গত ৪০ বছর দলের সঙ্গেই আছি। এবারই হবে আমার জীবনের শেষ নির্বাচন। জোটের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে সব নেতাকর্মী ও অনুসারীদের নিয়ে এ আসন থেকে বিপুল ভোটে ধানের শীষ বিজয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবীণ এ রাজনীতিবিদ।
আপনার মন্তব্য লিখুন