এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক-১, প্রয়াত আওয়ামীলীগ নেতা একেএম ইকবাল আজাদ এর সহধর্মিণী উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ সাড়ে তিন শতাধিক গাড়ী বহরে নেতা-কর্মীদের নিয়ে রোড শোভাযাত্রাসহ গণ-সংযোগ করেছেন। মঙ্গলবার(৬নভেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডের পাশে অবস্থিত হোটেল লাল শালুকের সামনে থেকে এ শোভাযাত্রাসহ গণ-সংযোগ শুরু হয়। বিকাল তিনটার পর থেকে আশুগঞ্জ ও সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা শিউলী আজাদের পক্ষে নৌকার সমর্থনে বিভিন্ন ব্যানার, রঙ্গীন পোস্টারসহ মোটর সাইকেল, পিকাপ ভ্যান ও মাইক্রোবাসে করে হোটেলের সামনে এসে সমবেত হয়। এ সময় শিউলী আজাদের পক্ষে নৌকার সমর্থনে নেতা-কর্মীরা মুহুর্মুখ স্লোগান দেন। হোটেল লাল শালুকের সামনে এ সময় উপস্থিত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া-কর্মীর উপস্থিতে সংক্ষিপ্ত বক্তব্যে শিউলী আজাদ বলেন আমি আওয়ামীলীগ পরিবারের মানুষ। এই আসনে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি এই আসনটি প্রধানমন্ত্রীকে বিজয়ী হয়ে উপহার দিতে পারব ইনশাল্লাহ। আমি সরাইল আশুগঞ্জের মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমার প্রয়াত স্বামীও মানুষের জন্য কাজ করে গেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি। মানুষের পাশে থেকে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করার অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্য শেষে তিনি মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও মোটর সাইকেলসহ সাড়ে তিন শতাধিক গাড়ীবহরে নেতা-কর্মীদের নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রথমে আশুগঞ্জে শোভাযাত্রাসহ গণ-সংযোগ করেন। আশুগঞ্জ গোল চত্বর ঘুরে ফের ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শাহবাজপুর হয়ে সরাইল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সরাইল উপজেলা চত্বরে এসে শোভাযাত্রা শেষ হয়। উল্লেখ্য গাড়ী বহরে মোটর সাইকেল যোগে আশুগঞ্জ যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বগুইর নামক স্থানে উপজেলার কুট্টাপাড়া গ্রামের আসাদ মিয়ার পুত্র কাউছার, আকছার ও একই এলাকার মীর হোরনের পুত্র মহন সড়ক দুর্ঘটনায় আহত হন। গুরুতর আহত কাউছার এর একটি হাত দেহ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত গতিতে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন