২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একাদশ জাতীয় সংসদে এমপি ৩জন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ , ২৯ মে ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

pic 2. Ummey Fatema Nazma Begum Sheuly Azad Mp20190528_221707
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জাতীয় সংসদে এমপি এখন তিন জন। তাঁরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া, প্রয়াত আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদের সহধর্মিনী ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এবং বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা। এদের মধ্যে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে  জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া এ আসনে ইতিপূর্বে তিনি ৪বার নির্বাচিত এমপি ছিলেন। অপর দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ মহিলা এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে গাইবান্ধা সংরক্ষিত মহিলা আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে  মহিলা এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত তিন জন এমপির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তবে দলীয় হাই কমান্ডের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাড়িঁয়ে ছিলেন। এদিকে  উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া ও ব্যারিস্টার রুমিন ফারহানা এ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন। একই আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একাদশ জাতীয় সংসদে তিন জন এমপি নির্বাচিত হওয়ায় এলাকার জনগণের প্রত্যাশা বেড়েছে অনেক। এ ছাড়া মুখরোচক আলোচনায় মেতে উঠেছেন এলাকার সাধারণ জনগণ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন