ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ , ১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন কলার ছড়ি মার্কার পক্ষে নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রচারনা চালিয়েছেন এবং সর্বস্তরের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করেছেন সেই সাথে কলার ছড়ি মার্কায় ভোট দানে ভোটারদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন ডাব মার্কায়, জাকির হোসেন হাত পাখা মার্কা নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন। এ দিকে ধানের শীষ মার্কা নিয়ে সোমবার(১০ডিসেম্বর) আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ আসনে ধানের শীষের প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। এছাড়া সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি ও ২০দলীয় জোটের নেতা-কর্মী ও জাতীয় ঐক্যফ্রন্ট এর নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে উদ্ধুদ্ধ করার পাশাপাশি নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। এছাড়া মহাজোটের প্রার্থী হিসেবে রেজাউল ইসলাম ভূইঁয়ার পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে মঙ্গলবার(১১ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার প্রধান প্রধান সড়কে মাইকিং করে ভোটারদের ভোট চাওয়া হয়েছে। এ দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিলকারী ও পরবর্তীতে মহাজোটের প্রার্থী হিসেবে চিঠি প্রাপ্ত বর্তমান এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা নিজ নির্বাচনী এলাকায় এখনও আনুষ্ঠানিক প্রচারনা শুরু করার খবর পাওয়া যায়নি।
আপনার মন্তব্য লিখুন