ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সকল জল্পনা- কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চূড়ান্তভাবে বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রবীণ ও ক্লিন ইমিজের রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, জিয়া পরিবারের বিশ্বস্থ সহচর, সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সহ সভাপতি, জেলা বিএনপির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার বিশ্বস্থ সহচর শেখ রকিব উদ্দিন সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার বিএনপি দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন