ব্রাহ্মণবাড়িয়া-২আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীমসহ সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীমসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতারা টেকনাফ ও উখিয়ার গোয়ালমারা, বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পে দুর্দশাগ্রস্থ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল হিসেবে ২৬সেপ্টেম্বর মঙ্গলবার বিএনপির সাবেক ছাত্রদল নেতারা ত্রাণ বিতরণ করেন। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনির নেতৃত্বে এসময় সাবেক ছাত্রনেতা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ- তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, মো: দুলাল হোসেন, ওমর ফারুক, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুক্তার হোসেনহ স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ সেখানে পৌঁছে ত্রাণ বিতরনের পাশাপাশি বিভিন্ন ক্যাম্পে গিয়ে দুর্দশাগ্রস্থ রোহিঙ্গাদের সার্বিক খোঁজ-খবর নেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন