ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের ফুটপাতে দুই ফল ব্যবসায়ীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে ১ জন নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইল নিউজ ২৪.কমঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের ফুটপাতে দুই ফল ব্যবসায়ীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে ১ জন নিহত হয়েছে। আজ সোমবার(৩১ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা এলাকার বিশ্বরোড ফুটপাতে দুই ফল ব্যবসায়ীর অন্তর্দ্বন্দ্বে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফল ব্যবসাকে কেন্দ্র করে তর্কবিতর্কের এক পর্যায়ে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা এলাকার আলী আকবর এর পুত্র জাকির মিয়া(২৫) উত্তেজিত হয়ে একই ইউনিয়নের নন্দনপুর এলাকার সোবান মিয়ার পুত্র তারেককে(১৭) ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দু’জনেই সেখানকার পাশাপাশি ফল ব্যবসায়ী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
আপনার মন্তব্য লিখুন