ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছে ‘পুবের আলো’ পরিবার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছে সরাইলের অনলাইন নিউজ পোর্টাল পুবের আলো।বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়নে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান অনলাইনের কর্মকর্তারা।
এসময় নবনির্বাচিতদের ছবি সম্বলিত স্মারক তুলে দেন পুবের আলোর প্রধান উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, পুবের আলো উপদেষ্টা অ্যাডভোকেট নূরুজ্জামান লস্কর তপু, পুবের আলোর সম্পাদক আল আমীন শাহীন, পুবের আলোর প্রকাশক আরিফুল ইসলাম সুমন।
এসময় তারা সমাজ থেকে অনিয়ম দূর করতে পুবের আলো’র কার্যক্রম পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদা, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, কার্যকরি সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ এসময় উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা প্রদান করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নূরুল হুদা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংবাদিক মো. রাকিবুর রহমান, সমাজকর্মী মো. বিল্লাল হোসাইন ও মো. আবদুল জব্বার প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন