ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ সোমবার(১১ জানুয়ারী) সকালে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল এর জেলা শহরের পুনিয়াউট এলাকার বাড়ির সামনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ এর সভাপতিত্বে, সদস্য সচিব মোল্লা সালা উদ্দিন এর সঞ্চালনায় ও সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মেহেদী হাসান পলাশ এর কোরআন তেলায়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য হাজী সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শরীফ উল্লাহ মৃধা, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরমান, আনিছুর রহমান জুয়েল, সৈয়দ ওয়াকিউর রহমান, আব্দুল জলিল, আক্তার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান পুষ্প, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি শেখ হাফিজুল্লাহ হাফিজ, সিনিয়র সহসভাপতি আজহার হোসেন দিদার, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রেজা শাহীন, বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জেলা স্বেচ্ছাসেবক দলীয় সূত্রে জানা গেছে। এদিকে অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের পরে দ্বিতীয় অধিবেশনে জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মিটিংএ মতবিনিময় করেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন